ঢাকা, ৩০ আগস্ট, ২০২৫ | ভাদ্র ১৫ ১৪৩২
ঢাকা, ৩০ আগস্ট, ২০২৫       
Shruhid Tea

ফরিদপুরের মানবিক পুলিশ সুপার করোনায় আক্রান্ত  

মেহেদী সোহেল বঙ্গবাণী

প্রকাশিত: ১৮:৪৪, ২৫ জানুয়ারি ২০২২

ফরিদপুরের মানবিক পুলিশ সুপার করোনায় আক্রান্ত        

ফরিদপুরের পুলিশ সুপার মো. আলিমুজ্জামান বিপিএম-সেবা

ফরিদপুরের মানবিক পুলিশ সুপার মো. আলিমুজ্জামান বিপিএম-সেবা মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি বর্তমানে সরকারি বাসভবনে আইসোলেশনে আছেন। বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সুপার মো. আলিমুজ্জামান নিজেই। তিনি সবার কাছে সুস্থতা কামনা করে দোয়া চেয়েছেন।  

জানা গেছে, পুলিশ সুপার আলিমুজ্জামান পুলিশ সপ্তাহ উপলক্ষে করোনার নমুনা দেন। পরে পরীক্ষায় করোনা রিপোর্ট পজিটিভ আসে। করোনা পজিটিভ রিপোর্ট আসার পর থেকে বাসায় আইসোলেশনে রয়েছেন তিনি।

এসপি আলিমুজ্জামান করোনায় ফ্রন্টলাইন যোদ্ধা হিসেবে জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টি, বিনামূল্যে মাস্ক বিতরণ, অ্যাম্বুলেন্স ও অক্সিজেন সেবা, করোনায় মৃতদের দাফন ও সৎকারে সম্পৃক্ত ছিলেন। এছাড়া ফরিদপুরে যোগদানের পর থেকেই তাকে শীতার্ত অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র ও ত্রাণ বিতরণসহ বিভিন্ন সমাজ সেবামূলক কর্মকাণ্ডে দেখা গেছে।

বঙ্গবাণীডটকম/এমএস

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত